হংসাস্য
ঊর্ধ্বক্রমবাচকতা {অসংযুক্ত মুদ্রা | হস্তমুদ্রা | নৃত্যমুদ্রা | মুদ্রা | অঙ্গভঙ্গি | সঞ্চলন | পরিবর্তনকর্ম | কর্ম | মনুষ্য কার্যক্রম | ঘটিত বিষয় | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}

ভারতীয় নৃত্যশাস্ত্রে বর্ণিত অসংযুক্ত হস্ত মুদ্রা বিশেষ
হাতের তালু এবং অঙ্গুলিগুলো হাঁসের আস্য (মুখের) মতো করে প্রসারিত করে উপস্থাপন করা হয়। এই কারণে একে হংসাস্য মুদ্রা বলা হয়।

     

       মধ্যমাদ্যাস্ত্রয়োহঙ্গুল্যঃ প্রসৃতা বিরলা যদি

       তর্জন্যঙ্গুষ্ঠসংশ্লেষাৎ করো হংসাস্যকো ভবেৎ

 

তর্জনী ও অঙ্গুষ্ঠ সংশ্লিষ্ট থাকলে এবং মধ্যমা, অনামিকা ও কনিষ্ঠা ফাঁক ফাঁক ভাবে প্রসারিত হলে হংসাস্য হস্ত হয় দংশন, মাছি, বাঁধ, কষ্টিপাথর, কর্তব্য, চিত্রাঙ্কন, শোভা, রেখাবিচার, মুক্তা, সূত্রবন্ধন, প্রভৃতি অর্থ প্রকাশে এই হস্ত প্রয়োগ হয়