হংসপক্ষ
ঊর্ধ্বক্রমবাচকতা
{অসংযুক্ত
মুদ্রা
|
হস্তমুদ্রা
|
নৃত্যমুদ্রা
|
মুদ্রা
|
অঙ্গভঙ্গি
|
সঞ্চলন
|
পরিবর্তনকর্ম
|
কর্ম
|
মনুষ্য কার্যক্রম
|
ঘটিত
বিষয় |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত সত্তা
|
সত্তা
|}
ভারতীয়
নৃত্যশাস্ত্রে বর্ণিত অসংযুক্ত হস্ত মুদ্রা বিশেষ।
হাতের তালু এবং
অঙ্গুলিগুলো হাঁসের পাখার মতো করে প্রসারিত করে উপস্থাপন করা হয়। এই কারণে একে
হংসপক্ষ মুদ্রা বলা হয়।
সর্পশীর্ষকরে সম্যক্ কনিষ্ঠা প্রসৃতা যদি
হংসপক্ষকরঃ সোহয়ং তন্নিরূপণমুচ্যতে॥
সর্পশীর্ষ হস্ত অবস্থায় কনিষ্ঠা সম্পূর্ণ প্রসারিত করলে হংসপক্ষ হস্ত হয়। সেতুবন্ধন, আবরণ, আচ্ছাদন, আচমন, চন্দনলেপন, ষট্ সংখ্যা প্রভৃতি অর্থ প্রকাশে এই হস্তের প্রয়োগ হয়ে থাকে।