কাঙ্গুল
মুদ্রা
ঊর্ধ্বক্রমবাচকতা
{অসংযুক্ত
মুদ্রা
|
হস্তমুদ্রা
|
নৃত্যমুদ্রা
|
মুদ্রা
|
অঙ্গভঙ্গি
|
সঞ্চলন
|
পরিবর্তনকর্ম
|
কর্ম
|
মনুষ্য কার্যক্রম
|
ঘটিত
বিষয় |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত সত্তা
|
সত্তা
|}
ভারতীয় নৃত্য শাস্ত্রে অসংযুক্ত মুদ্রা বিশেষ।
''পদ্মকোশেহনামিকা
চেন্নম্রা কাঙ্গুলহস্তকঃ॥”
করতল সমভাবে না থকে কুঞ্চিত হয়ে,
আঙ্গুলগুলি ফাঁক অবস্থায় সামান্য বক্রভাবে নিম্নমুখী অবস্থায় থাকলে তাকে পদ্মকোষ
হস্ত বলে।
আর পদ্মকোষ অবস্থায় অনামিকা নমিত করলে কাঙ্গুল হস্ত হয়।
নূপুর,
চকোর,
চাতক,
ক্লার,
সুপারি গাছ,
নারিকেল,
বালিকার কুচমণ্ডল প্রভৃতির অর্থ প্রকাশে কাঙ্গুল হস্তের প্রয়োগ হয়।