কর্কট
মুদ্রা“অন্যোহন্যস্যান্তরে যত্রাঙ্গুল্যো নিঃসৃত্য হস্তয়োঃ
অন্তর্বহির্বা বর্তন্তে কর্কটঃ সোহভিধীয়তে।”
এক হাতের অঙ্গুলির ফাঁক দিয়ে অন্য হাতের অঙ্গুলিগুলি এক এক করে প্রবিষ্ট করে, নিচের অংশ ঈষৎ ফাঁক করে রাখলে এই হস্ত হয়। জনসমাগম, শাখা উন্নয়ন, শঙ্খবাদন প্রভৃতি অর্থে এই হস্তের প্রয়োগ হয়ে থাকে।
সূত্র :
ভারতের নৃত্যকলা। গায়ত্রী চট্টোপাধ্যায়। নবপত্র প্রকাশন,
১৮৮৯