কটক মুদ্রা
ঊর্ধ্বক্রমবাচকতা {অসংযুক্ত মুদ্রা | হস্তমুদ্রা | নৃত্যমুদ্রা | মুদ্রা | অঙ্গভঙ্গি | সঞ্চলন | পরিবর্তনকর্ম | কর্ম | মনুষ্য কার্যক্রম | ঘটিত বিষয় | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}

ভারতীয় নৃত্যশাস্ত্রে অসংযুক্ত হস্ত মুদ্রা বিশেষ
   
''সন্দংশেহপূর্ধ্বভাগে তু মধ্যমানামিকান্বয়া
 

উল্লেখ্য এই শ্লোকের পূর্ণ-পাঠ পাওয়া যায় না সন্দংশ হস্ত অবস্থায় মধ্যমা অনামিকা মিলিত হলে এই হস্তের সৃষ্টি হয় আহ্ববানের ভাব চলন বোঝাতে কটক হস্তের প্রয়োগ হয়ে থাকে