কীলক মুদ্রা
ঊর্ধ্বক্রমবাচকতা
{|
সংযুক্ত মুদ্রা |
হস্তমুদ্রা |
নৃত্যমুদ্রা |
মুদ্রা
|
অঙ্গভঙ্গি
|
সঞ্চলন
|
পরিবর্তনকর্ম
|
কর্ম
|
মনুষ্য কার্যক্রম
|
ঘটিত
বিষয় |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত সত্তা
|
সত্তা
|}
ভারতীয় নৃত্যশাস্ত্রে সংযুক্ত হস্ত মুদ্রা বিশেষ।
কনিষ্ঠে কুঞ্চিতে শ্লিষ্টে মৃগশীর্ষস্তু কীলকঃ॥
দুই হাতে মৃগশীর্ষ হস্ত অবস্থায় কনিষ্ঠাদুটি কুঞ্চিত হয়ে পিছনের দিকে পরস্পর সংযুক্ত হলে কীলক হস্ত হয়। স্নেহ, ক্রীড়া, কৌতুক, বিহার, পরিহাস, বিশ্রম্ভালাপ, সংকেত প্রভৃতি অর্থে এই হস্তের প্রয়োগ হয়ে থাকে।
সূত্র :
ভারতের নৃত্যকলা। গায়ত্রী চট্টোপাধ্যায়। নবপত্র প্রকাশন,
১৮৮৯