কপিত্থ মুদ্রা
ঊর্ধ্বক্রমবাচকতা {অসংযুক্ত মুদ্রা | হস্তমুদ্রা | নৃত্যমুদ্রা | মুদ্রা | অঙ্গভঙ্গি | সঞ্চলন | পরিবর্তনকর্ম | কর্ম | মনুষ্য কার্যক্রম | ঘটিত বিষয় | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}
 

ভারতীয় নৃত্যশাস্ত্রে অসংযুক্ত হস্ত মুদ্রা বিশেষ
    
''অঙ্গুষ্ঠমূর্দ্ধনি শিখরে বক্রিতা যদি তর্জনী
     কপিত্থাখ্যঃ করঃ সোহয়ং কীর্তিতো নৃত্যকোবিদৈঃ


শিখর মুদ্রা  তৈরি করে, বৃদ্ধাঙ্গুলির মস্তকে তর্জনী বক্রভাবে স্থাপন করলে কপিত্থ হস্ত হয় লক্ষ্মী, সরস্বতী, নটগণের তালধারণ, গো-দোহন, অঞ্জন, অবলম্বন, ধূপ, দীপ দ্বারা আরতি, বসনাঞ্চল ধারণ, লীলাকুসুম ধারণ প্রভৃতি অর্থ প্রকাশে কপিত্থ হস্ত প্রয়োগ হয়