কপোত মুদ্রা
ঊর্ধ্বক্রমবাচকতা {| সংযুক্ত মুদ্রা | হস্তমুদ্রা | নৃত্যমুদ্রা | মুদ্রা | অঙ্গভঙ্গি | সঞ্চলন | পরিবর্তনকর্ম | কর্ম | মনুষ্য কার্যক্রম | ঘটিত বিষয় | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা }
 

ভারতীয় নৃত্যশাস্ত্রে সংযুক্ত হস্ত মুদ্রা বিশেষ

     ''কপোতোহসৌ করো যত্র শ্লিষ্টমূলাগ্রপার্শ্বকঃ''
 

অঞ্জলি মুদ্রা অবস্থায় মণিবন্ধ, অঙ্গুলির অগ্রভাগ পার্শ্বদেশ মিলিত হলে করতলে অপর দিক উন্মুক্ত হলে কপোত হস্ত হয় গুরু সম্ভাষণ, প্রণাম, সবিনয় নিবেদন, স্বীকৃতি প্রভৃতি অর্থে কপোত হস্তের প্রয়োগ হয়ে থাকে