কর্তরীমুখ
মুদ্রা
ঊর্ধ্বক্রমবাচকতা
{|
অসংযুক্ত মুদ্রা
|
হস্তমুদ্রা
|
নৃত্যমুদ্রা |
মুদ্রা
|
অঙ্গভঙ্গি
|
সঞ্চলন
|
পরিবর্তনকর্ম
|
কর্ম
|
মনুষ্য কার্যক্রম
|
ঘটিত
বিষয় |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত সত্তা
|
সত্তা
|}
ভারতীয়
নৃত্যশাস্ত্রে অসংযুক্ত হস্ত মুদ্রা বিশেষ।
'অসৈব চাপি হস্তস্য তর্জনী চ কনিষ্ঠিকা।
বহিঃ প্রসারিত
দ্বে চ স করঃ কর্তরীমুখ॥'
মধ্যমা এবং অনামিকা কুঞ্চিত অবস্থায় নমিত হলে এবং তর্জনী ও কনিষ্ঠা প্রসারিত থাকলে, তাকে কর্তরীমুখ বলে। মৃত্যু, বিদ্যুৎ, পতন, লতা, স্ত্রী-পুরুষের বিচ্ছেদ, লুণ্ঠন, বিপর্যস্ত অবস্থা, বিরহশয্যায়, শয়ন ইত্যাদি প্রকাশে এই মুদ্রার প্রয়োগ হয়। নাটশাস্ত্রে পাঠভেদ হিসাবে বর্ণিত আছে– ত্রিপতাক অবস্থায় মধ্যমার পৃষ্ঠে তর্জনী রাখলে কর্তরীমুখ হয়। কথাকলি নৃত্যে সাধারণত এই আকারের মুদ্রার প্রয়োগ হয়ে থাকে।
[সূত্র : ভারতের নৃত্যকলা। গায়ত্রী চট্টোপাধ্যায়। নবপত্র প্রকাশন, ১৮৮৯]