মৎস্য মুদ্রা
ঊর্ধ্বক্রমবাচকতা {| সংযুক্ত মুদ্রা | হস্তমুদ্রা | নৃত্যমুদ্রা | মুদ্রা | অঙ্গভঙ্গি | সঞ্চলন | পরিবর্তনকর্ম | কর্ম | মনুষ্য কার্যক্রম | ঘটিত বিষয় | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}
 

ভারতীয় নৃত্যশাস্ত্রে সংযুক্ত হস্ত মুদ্রা বিশেষ

        করপৃষ্ঠোপরি ন্যস্তো যত্র হস্তত্বধোমুখঃ

        কিঞ্চিত্প্রসারিতাঙ্গুষ্ঠকনিষ্ঠো মৎস্যনামকঃ

 

অধোমুখ অবস্থায় করপৃষ্ঠে অপর হস্ত অধোমুখ অবস্থায় রাখলে এবং অঙ্গুষ্ঠ কনিষ্ঠা প্রসারিত করলে মত্স্য হস্ত হয় মৎস্যের রূপ প্রদর্শনে এই হস্তের প্রয়োগ হয়ে থাকে

 


সূত্র :
ভারতের নৃত্যকলা
। গায়ত্রী চট্টোপাধ্যায়। নবপত্র প্রকাশন, ১৮৮৯