ময়ুর মুদ্রা
ঊর্ধ্বক্রমবাচকতা {| অসংযুক্ত মুদ্রা | হস্তমুদ্রা | নৃত্যমুদ্রা | মুদ্রা | অঙ্গভঙ্গি | সঞ্চলন | পরিবর্তনকর্ম | কর্ম | মনুষ্য কার্যক্রম | ঘটিত বিষয় | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}
 

ভারতীয় নৃত্যশাস্ত্রে অসংযুক্ত হস্তমুদ্রা বিশেষ

    অস্মিন্নানামিকাঙ্গুষ্ঠৌঃ শ্লিষ্ঠৌঃ চান্যাঃ প্রসারিতাঃ

    ময়ুরহস্তঃ কথিতঃ কতটীকাবিচক্ষণৈঃ

 

কর্তরীমুখ হস্ত অবস্থায় অনামিকা অঙ্গুষ্ঠ পরস্পর সংযুক্ত অন্য অঙ্গুলিগুলি প্রসারিত করলে এই হস্ত মুদ্রা হয় ময়ূরের মুখ, পক্ষী, ললাটতিলক, বিখ্যাত বস্তু, শাস্ত্রের অর্থবিচার, বমন, লতা, নদীর জল নিক্ষেপ, অলকগুচ্ছ সরানো প্রভৃতি অর্থ প্রকাশে এই হস্তের প্রয়োগ হয়ে থাকে