মৃগশীর্ষ মুদ্রা
ঊর্ধ্বক্রমবাচকতা {অসংযুক্ত মুদ্রা | হস্তমুদ্রা | নৃত্যমুদ্রা | মুদ্রা | অঙ্গভঙ্গি | সঞ্চলন | পরিবর্তনকর্ম | কর্ম | মনুষ্য কার্যক্রম | ঘটিত বিষয় | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}

ভারতীয় নৃত্যশাস্ত্রে অসংযুক্ত হস্ত মুদ্রা বিশেষ

   অস্মিন্ কনিষ্ঠিকাঙ্গুষ্ঠে প্রসৃতে মৃগশীর্ষকঃ

 

সর্পশীর্ষ হস্ত অবস্থায় কনিষ্ঠা বৃদ্ধাঙ্গুলি প্রসারিত করলে মৃগশীর্ষ হস্ত হয় ভীতি, বিবাদ, নেপথ্য, আহ্বান, মিলন, বীণা, গতি আবাস, নৈবদ্য, বসন, যোনিদেশ, ছত্রধারণ, পাদসংবাহন, সমর, শমন, সময়, দেহ প্রভৃতি অর্থ প্রকাশে এই হস্তের প্রয়োগ হয়ে থাকে