মুকুল
মুদ্রা
ঊর্ধ্বক্রমবাচকতা
{অসংযুক্ত
মুদ্রা
|
হস্তমুদ্রা
|
নৃত্যমুদ্রা
|
মুদ্রা
|
অঙ্গভঙ্গি
|
সঞ্চলন
|
পরিবর্তনকর্ম
|
কর্ম
|
মনুষ্য কার্যক্রম
|
ঘটিত
বিষয় |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত সত্তা
|
সত্তা
|}
ভারতীয়
নৃত্যশাস্ত্রে
অসংযুক্ত
হস্ত
মুদ্রা
বিশেষ।
অঙ্গুলীপঞ্চকঞ্চৈব মেলয়িত্যা প্রদর্শনে।
মুকুলাভিধহস্তোহয়ং কীত্ত্যতে ভরতাগমে॥
পঞ্চাঙ্গুলির অগ্রভাগ একত্রে মিলিত অবস্থায় সমভাবে উর্ধ্বে প্রসারিত করলে এই হস্ত হয়। মুকুলীকৃত পদ্ম, ভোজন, জপ, পঞ্চশর, নাভি, কদলীপুষ্প, চুম্বন, কামোদ্দীপক নখবিলেখন প্রভৃতি অর্থ প্রকাশে এই হস্তের প্রয়োগ হয়।