পল্লী (মুদ্রা)

ঊর্ধ্বক্রমবাচকতা {অসংযুক্ত মুদ্রা | হস্তমুদ্রা | নৃত্যমুদ্রা | মুদ্রা | অঙ্গভঙ্গি | সঞ্চলন | পরিবর্তনকর্ম | কর্ম | মনুষ্য কার্যক্রম | ঘটিত বিষয় | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}
 

ভারতীয় নৃত্যশাস্ত্রে অসংযুক্ত হস্ত মুদ্রা বিশেষ

            ময়ূরে তর্জনীপৃষ্ঠো মধ্যমেন যুতো যদি।।

 

ময়ূর হস্ত অবস্থায় তর্জনীর পৃষ্ঠদেশ মধ্যমার সাথে যুক্ত হলে এই হস্ত হয় ময়ূররূপ প্রদর্শনের এই হস্ত ব্যবহৃত হয়