পাশ মুদ্রা
ঊর্ধ্বক্রমবাচকতা
{|
সংযুক্ত মুদ্রা |
হস্তমুদ্রা |
নৃত্যমুদ্রা |
মুদ্রা
|
অঙ্গভঙ্গি
|
সঞ্চলন
|
পরিবর্তনকর্ম
|
কর্ম
|
মনুষ্য কার্যক্রম
|
ঘটিত
বিষয় |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত সত্তা
|
সত্তা
|}
ভারতীয় নৃত্যশাস্ত্রে সংযুক্ত হস্ত মুদ্রা বিশেষ।
সূচ্যাং নিকুঞ্চিতে শ্লিষ্ট তর্জন্যৌ পাশ ঈরিতঃ।
দুই হাতে সূচীহস্ত অবস্থায় তর্জনী দুটি পরস্পর সংশ্লিষ্ট ও কুঞ্চিত অবস্থায় থাকলে এই হস্ত হয়। কলহ, শৃঙ্খল, বন্ধন ইত্যাদি অর্থ প্রকাশে এই হস্তের প্রয়োগ হয়ে থাকে।
সূত্র :
ভারতের নৃত্যকলা। গায়ত্রী চট্টোপাধ্যায়। নবপত্র প্রকাশন,
১৮৮৯