পদ্মকোশ মুদ্রা
ঊর্ধ্বক্রমবাচকতা
{অসংযুক্ত
মুদ্রা
|
হস্তমুদ্রা
|
নৃত্যমুদ্রা
|
মুদ্রা
|
অঙ্গভঙ্গি
|
সঞ্চলন
|
পরিবর্তনকর্ম
|
কর্ম
|
মনুষ্য কার্যক্রম
|
ঘটিত
বিষয় |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত সত্তা
|
সত্তা
|}
ভারতীয় নৃত্য শাস্ত্র মতে অসংযুক্ত হস্ত মুদ্রা বিশেষ। করতল সমভাবে না থকে কুঞ্চিত হয়ে, আঙ্গুলগুলি ফাঁক অবস্থায় সামান্য বক্রভাবে নিম্নমুখী অবস্থায় থাকলে তাকে পদ্মকোশ হস্ত বলে। বিল্বফুল, কপিত্থ ফল, রমণীর কুচকুম্ভ, ঘূর্ণিপাক, কন্দুক, ভোজন, রন্ধনপাত্র, পুষ্পকোরক, আম্রফল, পুষ্পবর্ষণ, পুষ্পমঞ্জরী, পদ্ম, বল্মীক, দর্পণ, ডিম্ব প্রভৃতি অর্থাদি প্রকাশে পদ্মকোশ হস্তের প্রয়োগ করা হয়।