পুস্পপুট
মুদ্রাসংশ্লিষ্টকরয়োঃ সর্পশীর্ষঃ পুষ্পপুটঃ করঃ।।
দুটি সর্পশীর্ষ হস্তকে পরস্পর সংশ্লিষ্ট অবস্থায় রাখলে এই হস্ত হয়। সান্ধ্য উপাসনা, অর্ঘ্যদান, আরতি, মন্ত্রপুষ্প প্রভৃতি অর্থ প্রকাশে এই হস্তের প্রয়োগ হয়ে থাকে।
সূত্র :
ভারতের নৃত্যকলা। গায়ত্রী চট্টোপাধ্যায়। নবপত্র প্রকাশন,
১৮৮৯