সিংহমুখ
মুদ্রা
ঊর্ধ্বক্রমবাচকতা
{অসংযুক্ত
মুদ্রা
|
হস্তমুদ্রা
|
নৃত্যমুদ্রা
|
মুদ্রা
|
অঙ্গভঙ্গি
|
সঞ্চলন
|
পরিবর্তনকর্ম
|
কর্ম
|
মনুষ্য কার্যক্রম
|
ঘটিত
বিষয় |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত সত্তা
|
সত্তা
|}
ভারতীয় নৃত্যশাস্ত্রে অসংযুক্ত হস্ত মুদ্রা বিশেষ।
মধ্যমানামিকগ্রাভ্যামঙ্গুষ্ঠো মিশ্রিতো যদি।।
শেযৌ প্রসারিতৌ যত্র স সিংহাস্যকরো ভবেৎ।
মধ্যমা ও অনামিকার অগ্রভাগের সঙ্গে অঙ্গুষ্ঠ মিলিত হলে এবং তর্জনী ও কনিষ্ঠা
প্রসারিত অবস্থায় থাকলে সিংহমুখ হস্ত হয়।
হোম,
গজ,
পদ্মমালা,
সিংহমুখ,
শশক,
স্মিত,
সিংহাসন প্রভৃতি অর্থ প্রকাশে এই হস্তের প্রয়োগ হয়ে থাকে।