শকট মুদ্রা
 

ভারতীয় নৃত্যশাস্ত্রে সংযুক্ত হস্ত মুদ্রা বিশেষ

      ভ্রমরে মধ্যমাঙ্গুষ্ঠপ্রসারাচ্ছকটো ভবেৎ

 

দুই ভ্রমর হস্তের তর্জনী মধ্যমা প্রসারিত করলে শকট হস্ত হয় রাক্ষস ভূমিকাতে অভিনয়কালে এই হস্তের প্রয়োগ হয়ে থাকে


সূত্র : ভারতের নৃত্যকলা। গায়ত্রী চট্টোপাধ্যায়। নবপত্র প্রকাশন। নভেম্বর, ১৯৮৯।