শঙ্খ মুদ্রা
ভারতীয়
নৃত্যশাস্ত্রে
সংযুক্ত
হস্ত
মুদ্রা
বিশেষ।
শিখরান্তর্গতাঙ্গুষ্ঠ ইতরাঙ্গুষ্ঠসক্তঃ।
তর্জন্যা যুত আশ্লিষ্টঃ শঙ্খহস্তঃ প্রকীর্তিতঃ॥
এক হাতে শিখরহস্ত অবস্থায় অশ্র হাতের অঙ্গুষ্ঠে প্রবিষ্ট করলে এবং শিখর হস্তের অঙ্গুষ্ঠের সাথে অপর হস্তের তর্জনী দৃঢ়ভাবে সংযুক্ত করলে শঙ্খ হস্ত হয়। নাট্যশাস্ত্রে এই হস্তের উল্লেখ পাওয়া যায় না। শঙ্খ, শঙ্খবাদন প্রভৃতি অর্থে এই হস্ত প্রয়োগ হয়।
সূত্র : ভারতের নৃত্যকলা। গায়ত্রী চট্টোপাধ্যায়। নবপত্র প্রকাশন। নভেম্বর, ১৯৮৯।