শুকতুণ্ড মুদ্রা
ঊর্ধ্বক্রমবাচকতা {অসংযুক্ত মুদ্রা | হস্তমুদ্রা | নৃত্যমুদ্রা | মুদ্রা | অঙ্গভঙ্গি | সঞ্চলন | পরিবর্তনকর্ম | কর্ম | মনুষ্য কার্যক্রম | ঘটিত বিষয় | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}

ভারতীয় নৃত্যশাস্ত্র মতে এটি একটি অসংযুক্ত হস্তমুদ্রা
           অস্মিন্নানামিকা বক্রা শুকতুণ্ডুকরো ভবেৎ।

অরাল হস্ত অবস্থায় অনামিকা বক্র করলে শুকতুণ্ড হস্ত হয়। বাণ, বর্শা, ভল্ল ব্যবহারে, উগ্রভাব প্রকাশে এই হস্তের প্রয়োগ হয়ে থাকে।