সূচী মুদ্রা
ঊর্ধ্বক্রমবাচকতা {অসংযুক্ত মুদ্রা | হস্তমুদ্রা | নৃত্যমুদ্রা | মুদ্রা | অঙ্গভঙ্গি | সঞ্চলন | পরিবর্তনকর্ম | কর্ম | মনুষ্য কার্যক্রম | ঘটিত বিষয় | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}

ভারতীয় নৃত্যশাস্ত্রে অসংযুক্ত হস্ত মুদ্রা বিশেষ

    উর্ধ্ব-প্রসারিতা যত্র কটকামুখতর্জনী

    সূচীহস্তঃ স বিজ্ঞেয়ো ভরতাগমকোবিদৈঃ

 

কটকামূখ হস্ত অবস্থায় তর্জনী উর্ধ্বে প্রসারিত করলে সূচী হস্ত হয় শত, রবি, নগরী, লোক, যেরূপে, বিজন, কৃশতা, শলাকা, দেহ, বিস্ময়, বেণীরচনা, ছত্র, সামর্থ, ভেরীবাদন, কুমোরের চাকীর ঘূর্ণন, বিবেচনা, দিনান্ত প্রভৃতি অর্থ প্রকাশে সূচী হস্তের প্রয়োগ হয়