ভরতনাট্যম
ভারতীয় চিরায়ত নৃত্যশেলীর একটি অন্যতম ধারা।

অনেকে মনে করেন, ভরত নামক মুনি এই নৃত্যের প্রবর্তন করেছিলেন, এই কারণে এই নৃত্যের নাম ভরতনাট্যম। তবে এই সিদ্ধান্ত সবাই গ্রহণযোগ্য বলে মনে করেন না। এই নাচ ভারতবর্ষে প্রথাগত ক্রমবিবর্তনের ধারায় সমৃদ্ধিলাভ লাভ করেছে। গোড়ার দিকে ভারতীয় নৃত্য ধর্মীয় ভাবধারার সাথে বিশেষভাবে সম্পৃক্ত ছিল। সে সময় এই নৃত্য মন্দিরে, রাজগৃহে বা লোকালয়ে ধর্মীয় ভাবাবেগে উপস্থাপিত হতো। কালক্রমে বিভিন্ন দেবমন্দিরে নৃত্যকলায় পারদর্শিনী দেবদাসীরা এই নাচে অংশগ্রহণ করা শুরু করে। ভবিষ্য পুরাণে সূর্যের উপাসনায় নৃত্যগীতেকুশলা স্ত্রীলোকদের উৎসর্গ করার বিধান ছিল। দেবমন্দিরে নৃত্যগীতের অনুষ্ঠান সম্পর্কে পদ্মপুরাণ, স্কন্দপুরাণ, শ্রীমদভগবদ, বিষ্ণুপুরাণ, অগ্নিপুরাণে উল্লেখ পাওয়া যায়।

 

ভরতনাট্যমের আদি বা শুদ্ধতম রূপ হলো সাদিরনাট্যম। এই নাচ পরিবেশন করতেন দেবাদাসীরা। পরে এই নাচই দাসীআট্যম, চিন্নমেলন, ভোগমেলম, তাঞ্জোরী নামে ভারতের নানাস্থানে ছড়িয়ে পড়ে। শৃঙ্গার রসাত্মক এই নাচ শুধু নারীদের ভিতরে প্রচলিত ছিল। দীর্ঘদিনের ধারাবাহিক চর্চার ভিতর দিয়ে এর সাথে অন্যান্য উপাদান যুক্ত হয়েছে। সমগ্র ভারতবর্ষেই নাচের চর্চা ছিল, তা অনেকটাই ব্যাহত হয়েছিল মুসলমানদের শাসনামলে। উত্তর ভারতে মুসলমানদের আক্রমণ এবং মুসলিম শাসনের সূত্রে শুরুতে

সকল ধরণের প্রথাগত নৃত্যধারার স্বাভাবিক বিকাশে ব্যাহত হয়েছিল। মুসলিম শাসনামলের মধ্যভাগে, রাজদরবারে ভারতীয় নৃত্য এবং পারশিক নৃত্যধারার সূত্রে মুসলিম রাজদরবারে কত্থক নৃত্য বিকশিত হয়ে উঠেছিল। অন্যদিকে সনাতন ধর্মের ভাবধারায় পুষ্ট নাচগুলো অবহেলিত নৃত্যধারায় পরিণত হলেও, ভরতনাট্যমের চর্চা দক্ষিণ ভারতে হিন্দু রাজন্যবর্গের আনুকূল্যে অব্যাহত ছিল। ফলে দক্ষিণ ভারতে এই নাচের বিকাশ ঘটেছিল স্বাভাবিক গতিতেই। তাঞ্জোরের রাজা অছুথাপ্পা (১৫৭২-১৬১৪ খ্রিষ্টাব্দ), রঘুনাথ নায়ক, বিজয়রাঘব নায়ক (১৬১৪-১৬৭৩ খ্রিষ্টাব্দ) প্রমূখের রাজত্বকালে ভরতনাট্যম চরম উৎকর্ষতায় পৌঁছায়। পরবর্তীকালে রাজা প্রতাপসিংহ এবং তুলাযাজীর রাজত্বকালে ভরতনাট্যমের আধুনিক রূপ পায়। এক্ষেত্রে বিশেষ অবদান রাখেন চিন্নাইয়া, পুন্নাইয়া, ওয়াডিভেলু ও শিবানন্দ।

 

বর্তমানে ভরতনাট্যম কোনো ধর্মীয় নৃত্য নয়। এর আখ্যান অংশে সনাতন ধর্মের কোনো কোনো বিষয় উপস্থাপন করা হয় বটে, কিন্তু তা করা হয় শৈল্পিক চেতনা থেকে। এর সাথে কোনো ধর্মীয় বিশ্বাস যুক্ত থাকে না। এই কারণে এই নাচ সকল ধর্মের মানুষই চর্চা করে থাকেন।

 

আধুনিক ভরতনাট্যম কোনো ক্ষুদ্র নৃত্য পরিবেশন নয়। এটি একটি দীর্ঘ উপস্থাপনযোগ্য নৃত্যশৈলী। সময়াভাবে বেশিরভাগ সময়, এর কোনো একটি বা একাধিক অংশ উপস্থাপন করা হয়। দীর্ঘ উপস্থাপনযোগ্য এই নৃত্যধারার ৬টি ধাপকে পরপর উপস্থাপন করা হয়। এই ধাপগুলো হলো আল্লারিপু, যতিস্বরম, শব্দম, বর্ণম, পদম এবং তিলস্নানা।

ভারতনাট্যমের আশ্রয়রূপে চারটি অভিনয় উপস্থাপিত হয়। এই চারটি অভিনয় হলো আঙ্গিক, বাচিক, সাত্ত্বিক, কৈশিকী। এর দুটি ধর্ম রয়েছে। ধর্ম দুটি হলো লোকধর্মী ও নাট্ধর্মী। এর চারটি বৃত্তি রয়েছে। এগুলো হলো ভারতী, সাত্ত্বতী, কৈশিকী ও আরভট্টী। এর সিদ্ধি দুটি, দৈবী ও মানুষী। এর আসন সংখ্যা পাঁচটি। এগুলো হলো মণ্ডলা, অর্ধমণ্ডলা, সমমণ্ডলা ও নৃত্যমণ্ডলা। তিনটি পদসংস্থান অঞ্চিতা, কুঞ্চিতা ও অর্ধাঞ্চিতা। তিনটি ভঙ্গী সম, ললিতা ও বলিতা। তিনটি প্রকার করণ, অঙ্গহার ও মুদ্রা। ভরতনাট্যম অনুষ্ঠানের মূলরস হলো শৃঙ্গার। মূল শৃঙ্গার রস থেকে তাণ্ডব ও লাস্য শৃঙ্গারের উদ্ভ হয়েছে।

 

এই নাচের অন্যতম অঙ্গ হলো সঙ্গীত। এর সঙ্গীতাংশ একজন কণ্ঠশিল্পী সঙ্গীত পরিবেশন করেন। আবহসঙ্গীত হিসেবে এতে থাকে বীণা, তানপুরা, বাঁশি, নফরী, সারেঙ্গী, বুদবুদিকা, মৃদঙ্গম, করতাল, বেহালা, সরশৃঙ্গার, পুঙ্গী, নাগেশ্বরম ও মন্দিরা। কণ্ঠ সঙ্গীতে প্রায় সকল ধরনের রাগই ব্যবহৃত হয়।

ভরতনাট্যমের জাম্বাই, এরাবম, তিরপড্ডাই, আড়াতালম, মিট্টিয়াম, একতালম প্রভৃতি ৯টি তালের প্রয়োগ লক্ষ্য করা যায়। এর ভিতরে সাধুশ্রম (চারমাত্রা), তিশ্রম (তিনমাত্রা), মিশ্রম (সাতমাত্রা), কাণ্ডম (পাঁচমাত্রা) ও সংকীর্ণম (নয় মাত্রা) ব্যবহৃত হয়।


সূত্র :