স্টাফ
ইংরেজি : Staff, Stave

পাশ্চাত্য স্বরলিপি পদ্ধতি বা স্টাফ নোটেশান পদ্ধতিতে স্বরের সঙ্কেত লিখনের কাঠামো বিশেষে। এই কাঠামোতে থাকে ৫টি বা ১১টি অনুভূমিক সমান্তরাল রেখা টানা হয়। এই রেখাগুলোর ভিতর কিছু অনুভূমিক সমান্তরাল ফাঁকা জায়গা তৈরি হয়। এই রেখাগুলোকে বলা হয় স্টাফ বা স্টেভ রেখা। এর মধ্যবর্তী ফাঁকা জায়গাগুলো ও স্টাফ রেখাসমূহ মিলিত হয়ে স্টাফ কাঠামো তৈরি হয়। এই স্টাফ কাঠামোকে ভিত্তি করে সঙ্গীতের স্বরের বিন্যাস করা হয়। তাই একে বলা হয় স্টাফ নোটেশান।

অনেক সময় একধিক স্টাফ নিয়ে গুচ্ছ স্টাফ তৈরি করা হয়। এগুলো ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দেখানো হয়। এগুলোকে বলা হয় সামগ্রিক স্টাফ
(ensemble staves)।