এ (স্কেল)

পাশ্চাত্য সঙ্গীত অনুসারে একটি সঙ্গীতোপযোগী স্বর। সি-মেজর স্কেল অনুসারে এর অবস্থান ষষ্ঠ। এর ব্যবহারিক নাম লা (
La) । পিয়ানোতে খাদের লা-স্বরটি A0 হিসাবে চিহ্নিত করা হয়। এর উর্ধ্বক্রম স্বরগুলো হলো- A-1, A0, A1, A2, A3, A4, A5, A6, A7, A8, A9 ।  অক্টেভভেদে এ স্বরগুলো পৃথক পৃথকভাবে চিহ্নিত হয়ে থাকে। এছাড়া কম্পাঙ্ক ভেদে এর মান কমবেশী হয়ে থাকে। কম্পাঙ্কের বিচার ৪৪০-আদর্শ ধরে যে স্বর নির্ধারণ করা হয়, তার নাম মূলত A4 । নিচে এই স্বরগুলির পরিচিতিমূল সারণী দেওয়া হলো।
 
স্বরের নাম অক্টেভ নাম কম্পাঙ্ক হার্টজ
A-1 Subsubcontra 13.75
A0 Subcontra 27.5
A1 Contra 55
A2 Great 110
A3 Small 220
A4 One-lined 440
A5 Two-lined 880
A6 Three-lined 1760
A7 Four-lined 3520
A8 Five-lined 7040
A9 Six-lined 14080

এই স্বর থেকে যে স্কেল শুরু হয়, তার নাম এ স্কেল (scale A) । স্বরসমূহের ক্রম বিন্যাস অনুসারে এই স্কেলকে চারটি ভাগে ভাগ করা হয়ে থাকে। এই ভাগগুলি হলো-