অচেতন-স্বর
সঙ্গীতে ব্যবহৃত পারিভাষিক শব্দ।

যে স্বরের চেতনা বা রেশ লোপ পায়, এই অর্থে–  অচেতন-স্বর। সঙ্গীতে কোন স্বর ব্যবহারের পরপরই এর রেশ বন্ধ করে দেওয়া হয়, তাকে অচেতন-স্বর বলে।