অচলঠাট
সঙ্গীতে ব্যবহৃত পারিভাষিক শব্দ।

ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে–  যে ঠাট অচল বা স্থির, তাকে অচলঠাট বলা হয়। এখানে ঠাট বলতে বাদ্যযন্ত্রের পর্দা বা ঘাট বুঝানো হয়ে থাকে। যে সকল বাদ্যযন্ত্রের–  (বিশেষ করে তার-যন্ত্রের) পর্দাগুলি স্থির থাকে, ওই সকল যন্ত্রকে অচলঠাট বলে। শুদ্ধ ও বিকৃত মিলিয়ে ২২ বা ২৩টি ঘাট বা পর্দা রয়েছে এমন যন্ত্রকে অচল ঠাটের যন্ত্র বলা হয়। যথার্থ অচল ঠাটের যন্ত্র হলো- বীণা। এতে যে পর্দাগুলো থাকে, সেগুলো হলো– হ্ম্ প্ দ্ ধ্ ণ্ ন্ স ঋ র জ্ঞ গ ম হ্ম প দ ধ ণ ন র্স।
সূত্র: