অচলস্বর
সমনাম: অচ্যুতস্বর
সঙ্গীতে ব্যবহৃত পারিভাষিক শব্দ।

যে স্বর স্থানচ্যুত হয় না, এই অর্থে–  অচ্যুতস্বর। ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে-যে স্বরের চলন বা বিচ্যুতি নাই- অর্থাৎ যে সকল স্বরের কোনো বিকৃত স্বর নই। ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে ষড়্‌জ ও পঞ্চমকে অচল বা অচ্যুত স্বর বলা হয়।
সূত্র: