অনুদাত্ত
ভারতবর্ষে বৈদিক যুগে সামবেদের গান পরিবেশিনের জন্য ব্যবহৃত তিনটি স্বরস্থানের একটি।

খ্রিষ্টপূর্ব ১২০০-৮০০ অব্দের ভিতরে হিন্দুধর্মের আদি গ্রন্থ বেদ রচিত হয়েছিল। এর ভিতরে আদি গ্রন্থ ঋকবেদ রচিত হয়েছিল খ্রিষ্টপূর্ব ১২০০ অব্দের দিকে এই গ্রন্থের মন্ত্র বা ঋকগুলো আবৃত্তি করা হতো একটি সুরেলা দশায়। সঙ্গীত শাস্ত্রে এর নাম দেওয়া হয়েছিল আর্চিক। একটি স্বরস্থানের এই আবৃত্তি এক ঘেয়েমি হয়ে উঠেছিল। তাই আবৃত্তিতে দ্বিতীয় আর একটি স্বর যুক্ত করেছিল। এই সূত্রে তৈরি হয়েছিল গাথিক স্বর দশা।

খ্রিষ্টপূর্ব ৯০০ অব্দের দিকে রচিত হয়েছিল সামবেদ। এই সময় সঙ্গীতগুলোতে তিনটি স্বরস্থানের ব্যবহার শুরু হয়েছিল। এই স্বরস্থান তিনটি হল–  উদাত্ত, অনুদাত্ত ও স্বরিত। এর মধ্যে অনুদাত্তের অবস্থান নিচুতে। ধারণা করা হয় আধুনিক কালের ঋষভ ও ধৈবত স্বরের উৎপত্তি হয়েছিল বৈদিক অনুদাত্ত স্বরস্থান থেকে।