অপন্যাস স্বর ভারতীয় সঙ্গীত পদ্ধতির একটি পারভাষিক শব্দ। গানের কোনো একটি বিদারী বা খণ্ডের সমাপ্তি সূচক স্বরকে পূর্বে অপন্যাস স্বর এবং রাগের পদকে বিদারী বলা হতো। যেমন ইমন রাগে- না্ রা গা হ্মা পা, যদি বিদারী হয়- তবে ‘পা’ হবে অপন্যাস স্বর।