অতিকোমল স্বর
ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে কোনো কোমল স্বরের পূর্বে অবস্থিত স্বর। বর্তমানে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের শ্রুতি ও স্বরের সমন্বিত তালিকা অনুসারে- শ্রুতিভিত্তিক শুদ্ধ স্বর, কোমল স্বর ও অতি কোমল স্বরের শ্রুতি এবং স্বরের নাম নিচে দেওয়া হলো। স্বরচিহ্ন দেওয়া হলো আকারমাত্রিক পদ্ধতিতে।