অতীত
সাধারণ ভাবে এর অর্থ
– অতিক্রান্ত, গত, ভূত, পূর্বকালীন। ভারতীয় সঙ্গীত শাস্ত্রে
বিভিন্ন অর্থে– অতীত শব্দটি ব্যবহার করা হয়। যেমন
–
- অতীত গ্রহ: যখন গীত বা নৃত্যের পূর্বে তালের আরম্ভ হয়, তখন তাল শুরুর বিগত দশাকে অতীত গ্রহ বলা হয়। এর অপর নাম অবপাণি গ্রহ।
- অতীত ধা : সঙ্গতকারীর 'সম' অতিক্রান্ত হওয়ার পর যদি গায়ক বা বাদক তান বাট বা পরণের ধা হাজির করে, তবে গায়ক বা বদকের ধা'কে 'অতীত ধা' বলা হবে।