বিদারী
ভারতীয়
সঙ্গীত
পদ্ধতির একটি পারিভাষিক শব্দ।
সাধারণ ভাবে বিদারী শব্দের অর্থ হলো- যে বিদীর্ণ করে। ভারতীয় সঙ্গীত শাস্ত্রে
বিদারী দুই প্রকার। এই প্রকার দুটি হলো- গীত বিদারী ও পদবিদারী।
গীত
বিদারী: গীত বিদারী হলে সঙ্গীতের বাণী অংশের বিভাজন। যেমন-
আধেক ঘুমে/নয়ন চুমে/স্বপন
দিয়ে যায়।
এই পংক্তিটি গীতবাণীর ছন্দের বিচারে তিনটি বড় ভাগে বিভাজিত। এরূপ বিভাজন হলো
গীত বিদারী।
পদ বিদারী: রাগের চলন যখন বিদীর্ণ হয়, তখন তাকে বিদারী বলা হয়। রাগ পরিবেশনের সময় ছোট ছোটো স্বরবিন্যাস তৈরি করে রাগের অবিচ্ছন্ন স্বরপ্রবাহ বিচ্ছিন্ন করা হয়। মূলত এই বিচ্ছিন্ন স্বরগুচ্ছে থাকে এমন কিছু সুরশৈলী যা, রাগের রূপ প্রকাশে অপরিহার্য হিসেবে বিবেচিত হয়। এক্ষেত্রে বাদী, সম্বাদী, অনুবাদী, ন্যাস স্বর মিলে পদ বিদারী তৈরি হয়। যেমন- ইমন রাগে বাদী স্বর গ। এর বিদারী হবে ন্রগ। এখানে বাদী স্বর গ বিদারী সম্পন্ন করেছে ন্যাস স্বর হিসেবে। আবার এই রাগের সম্বাদী ন, এর বিদারী হবে হ্মধন।
তথ্যসূত্র:
ভারতীয় সঙ্গীতকোষ। শ্রীবিমলাকান্ত রায়চৌধুরী। বৈশাখ ১৩৭২।