অন্তর ভাষা রাগ
প্রাচীন ভারতীয় ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে রাগের একটি প্রকরণ বিশেষ।

প্রাচীন ভারতীয় মার্গসঙ্গীতের ক্রমবিবর্তনের ধারায়- জাতি গানের উদ্ভব হয়েছিল খ্রিষ্টীয় দ্বিতীয় শতাব্দীর ভিতরে। খ্রিষ্টীয় দ্বিতীয়-তৃতীয় শতাব্দীর দিকে শার্দুল উল্লেখ করেছিলেন একটি মাত্র গীতের নাম ভাষাগীত। খ্রিষ্টীয় তৃতীয়-চতুর্থ শতাব্দীতে যাষ্টিক গীতের প্রকরণ হিসেবে ভাষা, বিভাষা ও অন্তরভাষার কথা বলেছিলেন। [পৃষ্ঠা: ১৩৪]

যাষ্টিকের মতে- ভাষারাগসমূহ গ্রামরাগ থেকে উদ্ভূত হয়েছে ভাষা এবং ভাষা থেকে বিভাষিকা (বিভাষা) রাগসমূহ। আবার বিভাষা রাগরাগগুলো থেকে উৎপন্ন হয়েছে অন্তরভাষা রাগসমূহ। [পৃষ্ঠা: ১৯০]

অন্তরভাষা রাগের তালিকা
তথ্যসূত্র: