গ্রহস্বর
ভারতীয়
সঙ্গীত
পদ্ধতির একটি পারিভাষিক শব্দ।
যে স্বর থেকে গান শুরু হয়, তাকে গ্রহস্বর বলা হয়। রাগ সঙ্গীতের ক্ষেত্রে যে
স্বর থেকে আলাপ শুরু হয়। বাণী-প্রধান গানে যদি শুরুতে আলাপ না থাকে, তা হলে যে স্বর
থেকে গানটি শুরু হয়, তাকেই গ্রহস্বর বলা হবে। শাস্ত্রীয় সঙ্গীতে
সাধারণত একটি সুর দিয়ে গান শুরু হয়। তাই নির্দ্বিধায় গ্রহস্বর নির্ণয় করা সম্ভব হয়।
এছাড়া প্রতিটি রাগের গ্রহস্বর সুনির্দিষ্ট করা থাকে। কিন্তু লঘু সঙ্গীতে একাধিক
স্বরের সমন্বয়ে গানের শুরু হয়। সেক্ষেত্রে গানের শুরুর অংশ হিসেবে সবগুলো স্বরকেই
মান্য করতে হয়। এই বিবেচনায় গানের প্রথম মাত্রায় অবস্থিত স্বরগুচ্ছকে গ্রহস্বর
মান্য করা হয়। যেমন-
রবীন্দ্রনাথের গানের 'কেন
পান্থ এ চঞ্চলতা' গানের শুরু হয় তারার স-স্পর্শ কোমল নিষাদ (র্সণ)।
এক্ষেত্রে স্পর্শ র্স-কে ছাড়া গানের শুরু করা যায় না। তাই শাস্ত্রীয় সঙ্গীত ছাড়া
অন্যান্য গানে প্রথম মাত্রায় স্থিত স্বর বা স্বরগুচ্ছকে গ্রহস্বর বলা হবে।
তথ্যসূত্র:
-
ভারতীয় সঙ্গীতকোষ। শ্রীবিমলাকান্ত রায়চৌধুরী। বৈশাখ ১৩৭২।