মারফতি গান
ইসলাম ধর্মে সুফি
দর্শনে রচিত বাংলা
এক প্রকার লোকগান।
আরবি মারফত শব্দের অর্থ যে
জ্ঞানের মাধ্যমে আল্লাহকে চেনা যায়। আল্লার
সাধনায় সিদ্ধ সাধকশিল্পী আত্মতত্ত্ব উপলব্ধি করে যে জ্ঞান লাভ করে, এই গানের মধ্য
দিয়ে সেই ভাবকে ব্যক্ত করা হয়।
এই গানে রয়েছে রহস্যময় ভাবদর্শন। তাই এই গানকে অনেকে রহস্যময়
গান হিসেবে অভিহিত করেন। মারফতি গানে
দেহের রুহকে রূপকার্থে 'সোনার ময়না', 'সোনার পাখি', 'মনপাখি' ইত্যাদি নামে সম্বোধন করা
হয়। এই গানে পাওয়া যায়, আল্লাহকে পাওয়ার জন্য হাহাকার এবং
আল্লার গুণকীর্তন।বাংলা কাব্য-সাহিত্যের মধ্যযুগে এই গানের উদ্ভব ঘটেছিল চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা
এবং তৎসংলগ্ন অঞ্চলে। পরে এই গান ময়মনসিংহ, পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর, যশোহর অঞ্চল
অবধি ছড়িয়ে পড়ে। এই কারণে মারফতি গানে আঞ্চলিক শব্দের নানারূপ লক্ষ্য করা যায়। আবার
সুরের বিচারে পূর্ববঙ্গের মারফতি গানে ভাটিয়ালি সুর পাওয়া যায়। পক্ষান্তরে
দক্ষিণ-মধ্য বঙ্গের মারফতি গানে বাউল সুরের প্রভাব লক্ষ্য করা যায়।
সূত্র :
- বঙ্গীয় লোকসংস্কৃতি কোষ। সম্পাদনা ড. বরুণকুমার চক্রবর্তী, ডি.লিট.। অপর্ণা
বুক ডিস্ট্রিবিউটর।
- বাংলা লোকসংগীত কোষ। সম্পাদনা ড. কাকলী ধারা মণ্ডল। অমর ভারতী,
২০১৩।
- বাংলার পল্লীগীতি। চিত্তরঞ্জন দেব। ন্যাশনাল বুক এজেন্সি প্রা: লি:
প্রথম মুদ্রণ, ১৯৬৬।