মাত্রা মান (পাশ্চাত্য সঙ্গীত)

সঙ্গীতে মাত্রা হলো একটি তালের একক পূর্ণ সময়জ্ঞাপক মান। ভারতীয় সঙ্গীতে এই পূর্ণ সময়জ্ঞাপক মান হলো ১ মাত্রা। এই সময়টি তালের গতি বা লয়ের বিচারে কমবেশি হতে পারে। ধরা যাক একটি তালের আবর্তন সময় ৬ সেকেন্ড। একে যদি ৬টি একক পূর্ণ সময়ে ভাগ করে তালের ক্ষুদ্র একক হিসেবে বিবেচনা করা হয়, তা হলে, প্রতি সেকেন্ড হবে ১ মাত্রা।

 

পাশ্চাত্য সঙ্গীতে স্বরের এই সময়জ্ঞাপক মানটি সুনির্দিষ্ট চিহ্ন দ্বারা চিহ্নিত হয়ে থাকে। এই চিহ্ন স্বরের সাথে বসে ভিন্ন ভিন্ন অবয়ব তৈরি করে। পাশ্চাত্য সঙ্গীতে ১ মাত্রা চিহ্নকে বলা হয় ক্রোচেট। কিন্তু এর পাশ্চাত্য সময়জ্ঞাপক মান হলো quarter note। এর অর্থ হলো কোনো স্বরের এক চতুর্থাংশ সময়মান। এই বিচারে ৪টি ক্রোচেটের সমান সময়মানকে বলা হয়ে whole note। এই কারণে whole note-এর মান ধরা হয় ১ এবং ক্রোচেট-এর মান ধরা হয় ১/৪।

আবার স্বর যেখানে ধ্বনি বা উচ্চারিত হয় না, অর্থাৎ ফাঁকা সময়কে নির্দেশিত করে, সেই সময়কে
Rest (বিরাম) বলা হয়। এখানে বিরাম বলতে বুঝায়, যতক্ষণ সঙ্গীতের সুর বাদিত বা গীত হবে না, সেই সময়কাল। এই বিরামচিহ্নও ভিন্ন রকমের হয়ে থাকে। ইংরেজি ভাষায় প্রতিটি সময়জ্ঞাপক চিহ্নকে মার্কিন এবং ব্রিটিশ রীতিতে পৃথক পৃথক নামে অভিহিত করা হয়। নিচের স্টাফ নোটেশনে ব্যবহৃত সমুদয় সময়জ্ঞাপক চিহ্নের নাম, সময়মান এবং চিহ্নসমূহ দেখানো হলো।
 

Note
স্বরচিহ্ন
Rest
বিরামচিহ্ন
American name
মার্কিন নাম
British name
ব্রিটিশ নাম
 Value
সময়মান
তূলনামূলক ভারতীয় মাত্রা মান
octuple whole note maxima 8 ৩২
quadruple whole note longa 4 ১৬
double whole note breve 2
whole note semibreve 1
half note minim 1/2
quarter note crotchet 1/4
eighth note quaver 1/8 ১/২
sixteenth note semiquaver 1/16 ১/৪
thirty-second note demisemiquaver 1/32 ১/৮
sixty-fourth note hemidemisemiquaver 1/64 ১/১৬
hundred twenty-eighth note quasihemidemisemiquaver
semihemidemisemiquaver
1/128 ১/৩২
two hundred fifty-sixth note demisemihemidemisemiquaver 1/256 ১/১৬

উপরের তালিকার কিছু কিছু চিহ্নের সাথে একটি উলম্ব দণ্ড রয়েছে। এই উলম্ব দণ্ডের নিচে ডিম্বাকার অংশ রয়েছে। স্টাফ নোটেশনে সকল সময় এই দণ্ডের সাথে যুক্ত ডিম্বটি নিচে থাকে না। যদি কোনো চিহ্ন স্টাফের নিচের দিকে থাকে তাহলে এর ডিম্ব নিচে থাকে। পক্ষান্তরে ডিম্বটি যদি স্টাফের উপরের দিকে থাকে, তাহলে উলম্ব দণ্ডটি নিচের দিকে প্রসারিত হয়। এক্ষেত্রে সঙ্কেতর মাত্রা মানের হেরফের ঘটবে না। যেমন নিচের দুটো সঙ্কেতই ১ মাত্রা প্রকাশ করবে।

স্বরের মাত্রা সমন্বয়
স্বাভাবিকভাবে যে সকল চিহ্ন পাওয়া যায়, সেগুলোর সমন্বয়ে এবং অতিরিক্ত কিছু চিহ্ন যুক্ত হয়ে অন্যান্য স্বরের মাত্রা চিহ্ন নির্ধারিত হয়। যেমন

মাত্রা মানপাশ্চাত্য বর্ণব্যাখ্যা
এক মাত্রা

স্বাভাবিক সেটের অংশ

দেড় মাত্রা

স্বরের ডান পাশের বিন্দু চিহ্ন,মূল স্বরের পাশে বসলে তা মূলস্বরের অর্ধ মাত্রা হয়। পাশের চিত্রে একটি ক্রোচেট রয়েছে। এর মান ১ মাত্রা। এর পাশে বিন্দু চিহ্নটি এই ১ মাত্রার অর্ধেক মান নির্দেশ করবে। ফলে ১+১/২ মাত্রা মিলে তৈরি হবে দেড় মাত্রা

দুই

স্বাভাবিক সেটের অংশ

তিন মাত্রা

স্বরের ডান পাশের বিন্দু চিহ্ন,মূল স্বরের পাশে বসলে তা মূলস্বরের অর্ধ মাত্রা হয়। পাশের চিত্রে একটি মিনিম রয়েছে। এর মান ২ মাত্রা। এর পাশে বিন্দু চিহ্নটি এই ২ মাত্রার অর্ধেক মান নির্দেশ করবে। ফলে ২+১ মাত্রা মিলে তৈরি হবে ৩ মাত্রা।

মাত্রার মধ্যে স্বর-বিন্যাসন সঙ্কেত
কোনো সুনির্দিষ্ট মাত্রায় যখন একাধিক স্বর থাকে, তখন ওই স্বরগুলো ওই মাত্রা ভগ্নাংশরূপে উপস্থাপিত হয়। এই স্বরগুলোর মধ্যে একটি অনুভূমিক রেখা যুক্ত হয়। এই জাতীয় স্বরসমষ্টিকে বলা হয়
Beamed notes। নিচে এর কয়েকটি উদাহরণ দেখানো হলো।

মাত্রায় স্বর সংখ্যাপাশ্চাত্য চিহ্নব্যাখ্যা
এক মাত্রায়
দুটি স্বর

এক মাত্রায় দুটি স্বর থাকায়, প্রতি স্বরের মাত্রামান হবে ১/২।

এক মাত্রায়
৩টি স্বর
এক মাত্রায় ৩টি স্বর থাকায়, প্রতি স্বরের মাত্রামান হবে ১/৩ ।