রাগ-মত : ব্রহ্মা

রাগের শ্রেণিবিভাজনের একটি বিশেষ মত হলো ব্রহ্মা মত। এই রাগগুলোকে ৬টি রাগ ও ৩৬ রাগিণীতে ভাগ করা হয়েছে। এই ভাগের তালিকা নিচে দেওয়া হলো।

১. রাগ ভৈরব

  • রাগিণী
    ১.
    ভৈরবী
    ২.
    গুর্জ্জরী
    ৩.
    রামকলী
    ৪.
    গুণকলি
    ৫.
    সৈন্ধবী
    ৬.
    বাঙ্গালী

৩. রাগ মেঘ
  • রাগিণী
    ১. মল্লারী
    ২. সৌরাটি
    ৩. সাবেরী
    ৪. কৌশিকি
    ৫.গান্ধারী
    ৬. হরশৃঙ্গারী
৫.রাগ পঞ্চম
  • রাগিণী
    ১. বিভাষ
    ২. ভূপালী
    ৩. কর্নাটী
    ৪. বড়হংসিকা
    ৫. মালবী
    ৬. পটমঞ্জরী
     

২. রাগ শ্রী

  • রাগিণী
    ১. মালশ্রী
    ২. ত্রিবেণী
    ৩. গৌরী
    ৪. কেদারী
    ৫. মধুমাধবী
    ৬. পাহাড়ী

৪. রাগ বসন্ত
  • রাগিণী
    ১. দেশী
    ২. দেবগিরী
    ৩. বরাটী
    ৪. তোড়ি
    ৫. ললিতা
    ৬. হিন্দোলী
৬. রাগ নট
  • রাগিণী
    ১.কামোদী
    ২.কল্যাণী
    ৩.আভিরী
    ৪.নাটিকা
    ৫.সারঙ্গী
    ৬.হাম্বির

সূত্র :
ভারতীয় সঙ্গীতকোষ। শ্রীবিমলাকান্ত রায়চৌধুরী। কথাশিল্পী প্রকাশ। বৈশাখ ১৩৭২