সময়
ভারতীয় সঙ্গীতশাস্ত্রে রাগ পরিবেশনের জন্য সময় একটি বিশেষ নিয়ামক হিসাবে বিবেচনা
করা হয়। এই সময়কে দিনের বিচারে এবং ঋতুর বিচারে ভাগ করা হয়েছে।
দিনের বিচারে সময়
দিনের বিচারে সময়কে বড় মাপে ভাগ করা হয়―
দিবা, রাত্রি, সন্ধিকাল (সন্ধ্যা বা প্রভাত) হিসাবে। কিন্তু ২৪ ঘণ্টার দিনরাত্রির
ঘণ্টাভিত্তিক পরিমাপে। এই পরিমাপের একক হলো
প্রহর।
সূত্র :
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। নাথ ব্রাদার্স, ২২শে
সেপ্টেম্বর ১৯৮৭
সঙ্গীত শাস্ত্রী। শ্রীন্দুভূষণ রায়।
রাগ-রূপায়ণ। সুরেশচন্দ্র চক্রবর্তী।