উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতি
উত্তর ভারতে প্রচলিত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ধারার সাধারণ নাম।

ভারত উপমহাদেশের ভৌগৌলিক অবস্থান অনুসারে- এটি উত্তরে হিমালয় পর্বতমালা থেকে সিন্ধু-গাঙ্গেয় সমভূমি, থর মরুভূমি এবং দাক্ষিণাত্য মালভূমির উত্তর-পশ্চিম ভাগ পর্যন্ত বিস্তৃত। আধুনিক ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, মহারাষ্ট্র, দিল্লি ইত্যাদি অঞ্চল উত্তর ভারত হিসেবে বিবেচনা করা হয়। অখণ্ড ভারতবর্ষর বিচারে অখণ্ড বাংলা এবং অখণ্ড পাঞ্জাবও উত্তর ভারতের মধ্যেই পড়ে।

খ্রিষ্টীয় ত্রয়োদশ শতাব্দীর শেষার্ধে মুসলমান শাসনামলে- ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সাথে আরব্য-পারশ্যের শাস্ত্রীয় সঙ্গীতের মিশ্রণে- ভারতীয় শাস্ত্রীয় একটি বিশেষ রীতিতে বিকশিত হতে থাকে। এই সময় ভারতীয় শাস্ত্রীতের  চিরায়ত ধারা বজায় থাকে দক্ষিণ ভারতে। উত্তর ভারতের  শাস্ত্রীয় সঙ্গীত ক্রমবিবর্তনের ধারায় যে স্বতন্ত্র রূপ লাভ করে, তাই উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত হয়।

উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতির বৈশিষ্ট্য