শিরোনাম: এই পেয়েছি অনল জ্বালা
বিষয়: অজয় ভট্টাচার্য-এর গান
গান সংখ্যা: গান-১০
শিল্পী: কে. এল. সায়গল
সুরকার: পঙ্কজকুমার মল্লিক
রেকর্ড প্রকাশ: ১৯৩৯

এই পেয়েছি অনল জ্বালা
তারেই শুধু চাই,
হারিয়ে গেলাম আপনারে
দুঃখ কিছুই নাই |
শিশুর মত অবুঝ খেলা
খেলেছিনু সারাবেলা,
মাটির পুতুল ভেঙে দিলাম আমি
আপন হাতে তাই |
চলার পথে পাইনি আমি কী যে
খুঁজব কেন আর,
চেয়েছিলাম আমি জয়ের মালা
তাই মেনেছি হার |
সেই তো সুখের সার |
তবু যেন কোথায় আজি
একটি ব্যথা ওঠে বাজি,
ওগো আমার চোখের জলে কাহার
অশ্রুধারা পাই॥