শিরোনাম: আজো নয়, প্রিয় আজো নয়
বিষয়:
অজয় ভট্টাচার্য-এর গান
গান সংখ্যা: গান-১৭
শিল্পী: শচীন দেববর্মন
সুরকার: শৈলেশ দত্তগুপ্ত
রেকর্ড প্রকাশ: ১৯৪১।
আজো নয়, প্রিয় আজো নয়,
বিরহী কপোতী আজিও কাঁদিছে, ওঠেনি সে চাঁদ মায়াময়॥
আজিকার বাঁশি জানে শুধু কাঁদা
ফাগুনের সুরে হয়নি সে সাধা,
দখিনার বাণী এখনো পায়নি মোর কুঞ্জের কিশলয়॥
ছিল ভালে মোর একি হায়,
মনের কামনা আজো কেন মোর
আঁখিধারা হয়ে ঝরে যায়, এ কি হায়!
দিনের আলোটি রাতের আঁধারে
ডুবে যায় মিছে বেদনা-পাথারে,
আজ এলে প্রিয় কি দিব চরণে, সে তো লাজ মোর সে তো ভয়