ত্রিংশ কোটির অন্তরনিধি, জয় হোক তব জয়।
বাজাও সারথি শঙ্খ তোমার দূর কর ছায়াভয়।
দুঃখজয়ের তিলক পরেছ
ব্যথা-কন্টকে মুকুট লভেছ,
হানিল যে শিলা তারে দাও মালা এ যে চিরবিস্ময়!
(ঘুমের দেশে বাজাও শঙ্খ বাজাও, ঘুম ভাঙাও ভাঙাও
সারথি ভাঙাও হে ঘুম ভাঙাও, সাগর-জাগর শঙ্খে যুগের ঘুম ভাঙাও)।
মরণের ভয়ে মরেছিল যারা
মৃত্যুবিজয়ী হল আজ তারা,
ঐন্দ্রজালিক তোমার ইন্দ্রজালে
সর্বহারার মরুভূমি মাঝে মুক্তিসাগর জাগালে বজ্রতালে (শক্তিতালে);
আঁধারের শিশু গাইছে প্রভাতী
কহে তারা ডাকি’ শেষ হল রাতি
তাদের সাধনা বিগত বেদনা শতদল হয়ে রয়।
বাজাও বাজাও বাজাও সারথি বাজাও বাজাও বাজাও
ওগো জাগাও জাগাও জাগাও, ওগো শঙ্খে তোমার জাগাও জাগাও
জাগাও শঙ্খে তোমার তন্দ্রাপুরী জাগাও জাগাও জাগাও॥