॥তুমি যে আঁধার তাই বড় ভালোবাসি,
তারায় তারায় ফোটে অই তব হাসি;
শুনি সুর বসি একা
কিছু তো যায় না দেখা,
ভালো লাগে প্রিয় অদেখার মায়া বাঁশি।
তব পথখানি কালোয় পড়েছে ঢাকা
পাই না তো আমি খুঁজি,
ভালো হল তাই পলে পলে মনে হয়
এই এলে এলে বুঝি।
লুকালে রূপের বিভা,
অপরূপ মরি কিবা,
তাই তো পুলক সহসা ডাকিবে আসি