শিরোনাম: বন্দর ছাড়ো যাত্রীরা সবে জোয়ার এসেছে আজ
বিষয়: অজয় ভট্টাচার্য-এর গান
গান সংখ্যা: গান-৩১
শিল্পী: শৈল দেবী
সুরকার: শচীন দেববর্মন
রেকর্ড প্রকাশ: ১৯৪৪
 

বন্দর ছাড়ো যাত্রীরা সবে জোয়ার এসেছে আজ,
ময়ূরপঙ্খী ডুবে গেল ভাই, ভাঙা জাহাজেরি কাজ

বেলোয়ারী ঘরে ফাঁকির ফানুস
তোরা ন’স্ ভাই, তোরা যে মানুষ,
বুকের পাঁজরে লুকায়ে রয়েছে শত ইন্দ্রের বাজ

বিদায়ের বেলা পারিজাত মালা কেহ দিবে না তো গাঁথি

হাতে হাত দিয়ে রাখী বন্ধন, এক সাথে চল সাথী॥

পিছনে থাক্ সে পুরানো পৃথিবী,
নূতন ফসল ভাগ ক’রে নিবি ,
আজিকার এই কাঁটার মুকুট হবে রে জয়ের তাজ