স্বপন না ভাঙে যদি শিয়রে জাগিয়া রব
গোপন কথাটি মম নয়ন-সলিলে কব।
যদি আনমনে চলে যাও
মোর গান নাহি গাও
বেদনা লুকায়ে রাখি রচিব গীতালি নব।
ফুল হয়ে ছিনু যবে, নিলে না চয়ন করি
ও চরণ পাব বলে মলিন হইয়া ঝরি ;
তোমার আকাশ মাঝে
চাঁদ হতে চাহি না যে
শুকতারা আমি আজ দিগন্তে ঠাঁই লব॥