বিদ্যাপতির গান

                   ২

          মিশ্র মল্লাররূপক তাল
 

এ ভরা বাদর মাহ ভাদর
          শূন্য মন্দির মোর।
ঝঞ্ঝা ঘন গরজন্তি সন্ততি
          ভুবন ভরি বরিখন্তিয়া।
কান্ত পাহুন, বিরহ দারুণ,
        সঘনে খরশর হন্তিয়া।
কুলিশ শত শত, পাত মোদিত
        ময়ূর নাচত মাতিয়া
মত্ত দাদুরী ডাকে ডাহুকি
        ফাটি যাওত ছাতিয়া
তিমির দিগ্ ভরি, ঘোর যামিনী,
অথির বিজুরিক পাঁতিয়া
বিদ্যাপতি কহে কৈছে গোঙায়বি
        হরি বিনে দিন রাতিয়া           
 

গ্রন্থভুক্তি

১. শতগান, ২১ সংখ্যক গান, সরলাদেবী [সুবর্ণ সংস্করণ, ১৪১৮ বঙ্গাব্দ, ২০১১ খ্রিষ্টাব্দ] সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত। পৃষ্ঠা: ৮০-৮২।

 

প্রাসঙ্গিক বিষয়:
 

সুরকার: রবীন্দ্রনাথ ঠাকুর

স্বরলিপিকার
সরলা দেবী
 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ: মিশ্র মল্লার

তাল: রূপক

গ্রহস্বর :সা