বিষয়: রামপ্রসাদের গান
গান: ১২৩। 
কালী-কীর্তন
 

র তোমায় ডাকব না কালী ।
তুমি মেয়ে হয়ে অসি ধরে,
ল্যাংটা হইয়ে রণ করিলি

িয়াছিলে একটা বৃত্তি,
তাও তো দিয়ে হরে নিলি ।
ওই যে ছিল একটা অবোধ ছেলে,
মা হয়ে তার মাথা খেলি

ীন রামপ্রসাদ বলে মা,
এবার কালী কী করিলি ।
ওই যে ভাঙা নায়ে দিয়ে ভরা,
লাভে মূলে ডুবাইলি

 


সূত্র: