বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৪।
কালী-কীর্তন
অভয়পদ সব লুটালে।
কিছু রাখলি না মা তনয় বলে ॥
দাতার কন্যা দাতা ছিলে মা,
শিখেছিলে মায়ের স্থলে।১
তোমার পিতামাতা যেম্নি দাতা,
তেম্নি দাতা আমায় হলে ॥
ভাঁড়ার জিম্মা যাঁর কাছে মা,
সে জন তোমার পদতলে।২
কেবল তুষ্ট বিল্বদলে ॥
জন্মজন্মান্তরেতে মা,৩
কত দুঃখ আমায় দিলে।
প্রসাদ বলে এবার মলে,
ডাকব সর্বনাশী বলে ॥
পাঠান্তর:
১. শিখেছিলে মা বাপের কুলে
২. সদা ভাং খেয়ে সে মত্ত ভোলা
৩. মা হয়ে মা জন্মে জন্মে
সূত্র: