বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৫। 
কালী-কীর্তন
 

মন কেন মার চরণছাড়া ।
ও মন ভাবো শক্তি, পাবে মুক্তি,
বাঁধো দিয়া ভক্তিদড়া
থাকতে নয়ন, দেখলে না মন,
কেমন তোমার কপালপোড়া ।
মা ভক্তে ছলিতে, তণয় রূপেতে,
বাঁধেন আসি ঘরের বেড়া
মায়ে যত ভালোবাসে, বুঝা যাবে মৃত্যুশেষে ।
মলে দণ্ড দু-চার কান্নাকাটি,
শেষে দিবে গোবরছড়া
ভাই বন্ধু দারা সুত, কেবলমাত্র মায়ার গোড়া ।
মলে সঙ্গে দিবে মেটে কলসি,
কড়ি দিবে অষ্ট কড়া
অঙ্গেতে যত আভরণ, সকলই করিবে হরণ,
দোসরবস্ত্র গায় দিবে,
চারকোনা মাঝখানে ফাড়া
যেই ধ্যানে একমনে, সেই পাবে কালিকা তারা ।
বের হয়ে  দেখো কন্যারূপে,
রামপ্রসাদের বাঁধছে বেড়া

 


সূত্র: